মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অনলাইনে পড়ালেখার সুবিধার জন্য দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে দিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার এ কর্মস‚চির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার সকল সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই সহায়তা পাবে। এর ফলে ভারতের ওই রাজ্যে উপকৃত হবে স্কুল ও মাদ্রাসা মিলিয়ে ৯ লাখ ৫০ হাজার ছাত্রছাত্রী। তাদের পছন্দ মতো স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য এই টাকা দেয়া হবে। করোনার কারণে এখন অনলাইনে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। এখন যে সকল ছাত্রছাত্রী দ্বাদশ শ্রেণিতে পড়ে, ২০২১ সালে তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তাদের অনলাইন ক্লাস করতে যাতে সুবিধা হয় সে জন্য এই টাকা দেয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে জানিয়েছিলেন, প্রত্যেক শিক্ষার্থীকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেয়া হবে। এই টাকা পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সরকার টাকা জমা দিয়ে দেবে। তিনি আরও বলেন, পূর্ব ঘোষণা অনুসারে সাড়ে ৯ লাখ ট্যাব কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। কিন্তু ১ থেকে দেড় লাখের বেশি ট্যাব বাজারে নেই। অন্যদিকে, ভারত সরকারের নিষেধাজ্ঞা থাকায় চিন থেকে ট্যাব আমদানির পথে যায়নি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে রাজ্য সরকার দ্বাদশ শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীর অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গে ১৪ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল ও ৬৩৬টি মাদ্রাসা রয়েছে। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।