Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলজিয়ামে মৃত্যুহার ৩০ শতাংশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

 

বেলজিয়ামে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ছয় লাখ ৮১ হাজার দু’শ ৫০ জন এবং মারা গেছে ২০ হাজার পাঁচশ ৫৪ জন। সে দেশে বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ছয় লাখ ১৩ হাজার তিনশ ৭০ জন। আক্রান্তদের মধ্যে মাত্র ৩৬০ জনের অবস্থা গুরুতর। তবে সে দেশে মাত্র ৪৭ হাজার তিনশ ২৬ জন করোনা জয় করতে পেরেছে। বাকিরা এখনো করোনা আক্রান্ত অবস্থায় রয়েছে। ওয়ার্ল্ডয়োমিটারের তথ্যানুসারে বেলজিয়ামে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মারা যাওয়ার হার ৩০ শতাংশ এবং সেরে ওঠার হার ৭০ শতাংশ। বেলজিয়ামে করোনায় মৃত্যুর হার বিশ্বের তুলনায় অনেক বেশি। কারণ, সারাবিশ্বে করোনায় মৃত্যুর হার তিন শতাংশ এবং সেরে ওঠার হার ৯৭ শতাংশ। কেবল ফ্রান্সে সেরে ওঠার হার ৭৫ শতাংশ এবং মারা যাওয়ার হার ২৫ শতাংশ। বেলজিয়ামে সেই পরিস্থিতি আরো খারাপ। ওয়ার্ল্ডয়োমিটার।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ