Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পাঁচবিবিতে বিজিবির বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার

জয়পুরহাট সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ২:৫৪ পিএম

জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তারা কাউকে আটক করতে পারেনি

পাঁচবিবি কয়া ক্যাম্প কমান্ডার ইলিয়াছ হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে পৃথক ২টি অভিযান চালিয়ে সীমান্তের কয়া ও চেচঁড়া এলাকার মাঠের মধ্য থেকে ক্যাম্পের টহলদলের সদস্যরা ফেন্সিডিল গুলো মালিকবিহীন উদ্ধার করে। এ সময় আসামিরা দ্রুত পালিয়ে যায়।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গভীর রাতে ৭শ বোতল ফেন্সিডিলের একটি চালান মাদক কারবারিরা সীমান্ত অতিক্রম করতে গেলে বিজিবির জোয়ানরা তাদেরকে ধাওয়া দিলে মাদকগুলো ফেলে পালিয়ে যায় পরে সেগুলো উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়পুরহাট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ