Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ষষ্ঠ সিজনেই শেষ ‌‘পিক ব্লাইন্ডার্স’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ১২:১০ পিএম
সিলিয়ান মারফি এবং বিবিসি ড্রামা ‌‘পিক ব্লাইন্ডার্স’ -এর ভক্তদের জন্য মন খারাপ করা সংবাদ। আর দেখা যাবে না জনপ্রিয় এই সিরিজটি। ষষ্ঠ সিজন দিয়েই শেষ হয় যাচ্ছে এটি।
 
অস্কার মনোনীত পরিচালক স্টিভেন নাইট দ্বারা নির্মিত এই সিরিজের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। গত বছর করোনার সময় বেশ কিছুদিন বন্ধ ছিল সিরিজের শুটিং। সে সময় যুক্তরাজ্যের কঠোর লকডাউনসহ বেশ কিছু প্রতিকূলতা পার করতে হয়েছে তাদের।
 
লকডাউন পরবর্তী সময়ে ষষ্ঠ সিজনের শুটিং শেষ হলেও সিরিজটি আর নতুন করে পুনর্নির্মাণ করতে চাইছে না প্রযোজনা প্রতিষ্ঠান।
 
প্রসঙ্গত, ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে প্রথম পর্ব প্রকাশ করে বিবিসি। এ পর্যন্ত সিরিজটির ৫টি সিজন বের হয়েছে। সর্বশেষ সিজন বের হয় ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে।
 
সিরিজটি তৈরি করেছে সেভেন নাইট। প্রথম সিজনের পরিচালনায় ছিলেন অটো ব্যাথার্স্ট এবং প্রযোজনায় ছিলেন কেটি সুইন্ডেন।
 
তবে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ভক্তদের জন্য কিছুটা স্বস্তির খবরও দিয়েছেন নাইট। তিনি বলেন, ষষ্ঠ সিজনে পিকি ব্লাইন্ডার্স শেষ হয়ে গেলেও অন্য রূপে সিরিজটি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিক ব্লাইন্ডার্স
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ