Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংযোগ সড়কের কাজ চলছে শিগগিরই উন্মোচন

ভাষাবীর এম এ ওয়াদুদ সেতু

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ইসলামপুর গ্রামে ভাষাবীর এম এ ওয়াদুদ সেতুর মূল কাজের ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। ২৮ কোটি ৯৫ লাখ ৮২ হাজার ৮শ’ ৫৪ টাকা ব্যয়ে সংযোগ সড়কের কাজ শেষ হলে শিগগিরই দৃষ্টিনন্দন এ সেতু জনসাধারণের জন্য উম্মুক্ত করা হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল কর্তৃপক্ষ।

যোগাযোগের ক্ষেত্রে কানেক্টিভিটির গুরুত্ব দিয়ে ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি মাসে সেতুটির কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া।

সেতুর পশ্চিম প্রান্তে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রাম, পূর্ব প্রান্তে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ইসলামপুর গ্রাম। সেতুটির দৈর্ঘ্য ২৭৪ মিটার এবং প্রস্থ ১০ মিটার । শুরুতে এ সেতুর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৩৯ কোটি টাকা। এর মাধ্যমে চাঁদপুর সদরের পূর্ব-দক্ষিণাঞ্চল ও ফরিদগঞ্জ উপজেলার উত্তর-পূর্বাঞ্চলের হাজার হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থার এক মাইলফলক হবে বলে জানান সেতুর উভয় পাশের এলাকাবাসী।

বালিথুবা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম হারুনুর রশীদ বলেন, আমাদের এলাকায় এমন একটা সেতু নির্মিত হওয়ায় আনন্দিত। এ সেতুর নামও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন ভাষাবীর এম এ ওয়াদুদের নামে যা আমাদের গর্বিত করেছে।

তিনি এ সেতুটি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়ার প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ব্রিজের দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী মো. আইউব খান জানান, উভয় পাড়ের সংযোগ সড়কের জমি অধিগ্রহণের সময়ে জমির দাগ নাম্বার ভুলের সামান্য জটিলতার কারণে সংযোগ সড়কের কাজটি কিছুদিন বন্ধ ছিল। উল্লেখিত জটিলতা কাটিয়ে উঠে উভয় পাড়ের সংযোগ সড়ক বর্তমানে পুরোদমে এগিয়ে নিচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। যা অচিরেই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংযোগ-সড়ক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ