Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌথ অভিযানে ১৭০০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

আইএসপিআর | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার অন্তর্গত লক্ষীছড়ি সেনা জোনের আওতাধীন ইন্দ্রসিংপাড়া সেনা ক্যাম্পের নিকটবর্তী ডানের বানরকাটা এলাকায় গত মঙ্গলবার সেনাবাহিনী এবং র‌্যাবের এর যৌথ অভিযানে প্রক্রিয়াজাতকৃত ৮০ টি গাঁজার বস্তা এবং ৫০০ কেজি ছড়িয়ে ছিটিয়ে থাকা গাঁজাসহ প্রায় ১৭০০ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়। আভিযানিক দল উক্ত স্থান হতে শান্ত চাকমা নামে একজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে। এছাড়াও, উক্ত অভিযান শেষে ফেরার পথে আরো প্রায় ৩০ শতক জমির চাষকৃত গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়। ধারণা করা হয় যে, দুর্গম পাহাড়ী এলাকায় এসকল অবৈধ গাঁজা চাষাবাদ স্বশস্ত্র সন্ত্রাসীদের অর্থের অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হয়। এ সকল দুর্গম এলাকায় গাঁঁজার চাষ বন্ধ করতে যৌথবাহিনীর চলমান অভিযান আরো জোরদার করা হয়েছে। -আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাঁজাসহ-গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ