Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থাই নারীর রেকর্ড মেয়াদে কারাদন্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

থাইল্যান্ডে রাজপরিবারের সমালোচনা করায় এক নারীকে ৪৩ বছরের কারাদন্ড দিয়েছে দেশটির আদালত। দেশটিতে রাজপরিবারের অবমাননায় এখন পর্যন্ত এটিই সবচেয়ে কঠোর সাজা বলে জানিয়েছে বিবিসি। এনচান নামের সাবেক ওই সরকারি কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে রাজপরিবারকে কটাক্ষ করে অডিও পোস্ট করেছিলেন বলে অভিযোগ। ৬৩ বছর বয়সী এই নারী অবশ্য বলছেন, তিনি কেবল অডিও ক্লিপগুলো পোস্ট করেছিলেন; বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করেননি। থাইল্যান্ডের ‘লেইজ ম্যাজেস্টি’ আইনে রাজতন্ত্রের যে কোনো ধরনের অপমান বা অবমাননা নিষিদ্ধ। বিশ্বের যেসব দেশে এখনও এ ধরনের আইন আছে তার মধ্যে থাইল্যান্ডের আইনটিই সবচেয়ে কড়া। এনচানের ২০১৪ ও ২০১৫ সালে ইউটিউব ও ফেইসবুকে অডিও ক্লিপগুলো পোস্ট ও শেয়ার করার ২৯টি অভিযোগের দোষ স্বীকার করে নিয়েছেন বলে তার আইনজীবীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। থাই এ নারীকে প্রথমে ৮৭ বছরের কারাদন্ড দেওয়া হলেও দোষ স্বীকার করায় তা কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা হয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ