Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চসিক নির্বাচনী প্রচারে আ. লীগ-বিএনপির সংঘর্ষ গুলি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ৮:০৪ পিএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের প্রচারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার বিকেলে নগরীর বাকলিয়া বলিরহাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত উভয় পক্ষের চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো বাকলিয়া জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

সংঘর্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোহান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াজেদ, ছাত্রদল নেতা ইউনুস এবং নুরুদ্দিন।

আওয়ামী লীগের নেতাদের অভিযোগ, সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারের সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। এতে তাদের দুইজন আহত হন।

অন্যদিকে বিএনপির দাবি, তাদের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে ছাত্রদলের দুই নেতাসহ বেশ কয়েকজনকে আহত করে।

ছাত্রলীগ নেতা এনামুল হক মানিক সাংবাদিকদের বলেন, নৌকার পক্ষে গণসংযোগকালে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। আমরা পাল্টা প্রতিরোধ করেছি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মো. ইদ্রিস আলী বলেন, ধানের শীষের পক্ষে যুবদলের নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে দুইজনকে আহত করেছে। তাদের হাত-পা ভেঙে দিয়েছে। তারা ককটেল ফাটিয়েছে, গুলিও করেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় বিএনপির কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পেয়ে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেটও গেছেন। তবে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন পক্ষ অভিযোগ করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ