Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্কার নিয়ে হ্যালি বেরির দুঃখ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

অভিনেত্রী হ্যালি বেরির একটি বড় খেদ হল শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তার অস্কার জয়ের পর প্রায় ২০ বছর কাটলেও গাঢ় গাত্র বর্ণের কোনও নারী আর এই বিভাগে অস্কার জয় করতে পারেনি। ২০০২ সালে ‘মনস্টার্স বল’ চলচ্চিত্রের পারফরমেন্সের জন্য তিনি পুরস্কৃত হন। সেটি ছিল হলিউডের জন্য এক বড় মাইলফলক। চলতি বছর তিনি আবার ‘ব্রুইজড’ ফিল্মের জন্য একই বিভাগে সম্ভাব্য প্রতিদ্ব›দ্বী। উল্লেখযোগ্য তিনি এই চলচ্চিত্রটি নিজে পরিচালনা করেছেন। “আমার দুঃখ হল, আমি আসলেই সেই সন্ধ্যায় ভেবেছিলাম, এর পর আরও গাঢ় গাত্রবর্ণের বা কৃষ্ণাঙ্গ নারী আমার পাশে দাঁড়াবে। কিন্তু ২০ বছর চলছে আমার আশা পূরণ হয়নি আর প্রতি বছর অস্কার এলে আমার মনে হয়, ‘হয়তো এই বছর, এই বছর’ কিন্তু দুঃখজনক হল কেউ আমার পাশে আসেনি।” তিনি আরও বলেন : “সেই মুহূর্তটি গুরুত্বপূর্ণ ছিল কারণ এরপরের বছরগুলোতে অনেকেই আমাকে বলেছে আমার অর্জন অন্যদেরও আশা জুগিয়েছে যে তারাও এমন অর্জন করতে পারে। আর তারা আমার অর্জনে প্রভাবিত হয়েছে। এর মূল্য অসীম।” বেরি ২০০২ সালের ‘ডাই অ্যানাদার ডে ‘ ফিল্মে অভিনয় করে ‘বন্ড গার্ল’ হিসেবে অন্তর্ভুক্ত হন। ১২ বার কোনও কৃষ্ণাঙ্গ অভিনেত্রী এই বিভাগে মনোনয়ন পেলেও তিনিই একমাত্র বিজয়ী। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে অবশ্য আটজন কৃষ্ণাঙ্গ অভিনেত্রী এ পর্যন্ত বিজয়ী হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যালি-বেরি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ