Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপস্থাপনা আমার ভালোবাসার জায়গা : আমব্রিন

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এ সময়ের আলোচিত উপস্থাপক আমব্রিন। ক্রিকেট মাঠে উপস্থাপনা করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) তৃতীয় আসরে উপস্থাপনা করে শুধু দেশে নয়, দেশের বাইরেও পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গত বছর ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকটট্র্যাকার বিশ্ব সেরা পাঁচ আবেদনময়ী নারী ক্রিকেট উপস্থাপকের তালিকা প্রকাশ করেছিল। সেখানে চার নম্বর উপস্থাপক হিসেবে ছিল আমব্রিনের নাম। শুধু উপস্থাপনা নয়, বিজ্ঞাপন, মডেলিং ও নাটকেও সমান তালে পারফরম করছেন। তবে আমব্রিনের মূল লক্ষ্য উপস্থাপনা। এমনটিই জানালেন তিনি। আমব্রিন বলেন, উপস্থাপনা আমার ভালোবাসার জায়গা। শুধু দেশে নয়, বাইরেও উপস্থাপনা করার আগ্রহ রয়েছে আমার। আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে নিয়ে যেতে চাই। সেভাবে প্রস্তুত করছি নিজেকে। এটিএন বাংলায় প্রচার চলতি রিয়েলিটি শো ড্যানিশ মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে উপস্থাপনা করছি আমি ও দেবাশীষ বিশ্বাস। আপতত এই কাজ নিয়ে ব্যস্ত আছি। এ ছাড়া সামনে আরো নতুন কিছু কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হবো। উল্লেখ্য, আমব্রিন প্রথম উপস্থাপনা করেন এনটিভির মিউজিক-ই ফোনি অনুষ্ঠানে। এরপর অনেক টিভি অনুষ্ঠানে উপস্থাপনা করতে দেখা গেছে তাকে। এখনো তিনি নিয়মিত উপস্থাপনা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপস্থাপনা আমার ভালোবাসার জায়গা : আমব্রিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ