Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ সমর্থনে বাংলাদেশও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দিনে কৃষ্ণাঙ্গদের প্রতি সহিংসতা ও বর্ণবাদ বিরোধী এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানাবেন তামিম-সাকিব-মুশফিকরা।
গত মে মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর গোটা বিশ্বে বর্ণবাদ বিরোধী যে আন্দোলন-প্রতিবাদ শুরু হয়, সেটির ঢেউ ক্রীড়াঙ্গনকেও স্পর্শ করে প্রবলভাবে। বিশেষ করে ক্রিকেটে ‘বø্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন নিয়ে দারুণ সোচ্চার ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজ দল তো বটেই, নানা সময়ে মাঠে নানাভাবে একাত্মতা প্রকাশ করেছে ইংল্যান্ড, নিউ জিল্যান্ডের মতো অন্যান্য দলও। সেখানে এবার সামিল হচ্ছে বাংলাদেশও।
কোভিড বিরতির পর বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ আজ, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ এই দিনটিকেই বেছে নিয়েছে নিজেদের অবস্থান তুলে ধরার জন্য।
মাঠে হাঁটু গেড়ে বসে নীরবতা পালন, জার্সিতে লোগো, কালো ফিতা বাঁধা, এরকম নানা পথে আন্দোলনে সমর্থন জানিয়েছে দলগুলি। বাংলাদেশ কোনটি বেছে নেবে, রহস্য রেখে দিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি, ‘ওয়েস্ট ইন্ডিজ দলকে আপনারা দেখেছেন নিশ্চয়ই। করোনার মধ্যে তারা যত ম্যাচ খেলেছে, সেখানে তাদের পক্ষ থেকে একটা অভিব্যক্তি ছিল। বিপক্ষ দলগুলোও সেটার সঙ্গে একমত পোষণ করেছে। আমাদেরও তেমনই পরিকল্পনা রয়েছে। কাল (আজ) ম্যাচে সেটা দেখা যাবে।’

ওয়ানডেতে বাংলাদেশ-উইন্ডিজ
মুখোমুখি বাংলাদেশ উইন্ডিজ টাই/পরি.
৩৮ ১৫ ২১ ২

সর্বাধিক ম্যাচ
বাংলাদেশ : মুশফিক/তামিম, ২৬টি করে
উইন্ডিজ : ক্রিস গেইল, ২২টি

অধিনায়ক হিসেবে
বাংলাদেশ : মুশফিকুর রহিম, ১১টি
উইন্ডিজ : ড্যারেন স্যামি, ৮টি

সর্বোচ্চ দলীয়
বাংলাদেশ : ৩২২/৩ টন্টন, ২০১৯
উইন্ডিজ : ৩৩৮/৭ বাসেতেরে, ২০১৪

সর্বনিম্ন দলীয়
বাংলাদেশ : ৫৮ ঢাকা, ২০১১
উইন্ডিজ : ৬১ চট্টগ্রাম, ২০১১

বড় জয়
বাংলাদেশ : ১৬০ রানে ও ৮ উইকেটে
উইন্ডিজ : ১৭৭ রানে ও ১০ উইকেটে

সর্বাধিক রান
বাংলাদেশ : তামিম ইকবাল, ২৬ ম্যাচে ৯৩৩
উইন্ডিজ : শাই হোপ, ১০ ম্যাচে ৭৫৮

সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ : ১৩০* তামিম, প্রভিডেন্স ২০১৮
উইন্ডিজ : ১৬৯ রামদিন, বাসেতেরে ২০১৪

সর্বাধিক সেঞ্চুরি
বাংলাদেশ : তামিম/বিজয়, ২টি করে
উইন্ডিজ : শাই হোপ, ১০ ম্যাচে ৩টি

সর্বাধিক ফিফটি
বাংলাদেশ : সাকিব/তামিম, ৮টি করে
উইন্ডিজ : শাই হোপ, ১০ ম্যাচে ৭টি

সিরিজে সর্বাধিক রান
বাংলাদেশ : তামিম ইকবাল, ৩ ম্যাচে ২৮৭
উইন্ডিজ : শাই হোপ, ৩ ম্যাচে ২৯৭

সেরা জুটি
বাংলাদেশ : তামিম/সাকিব (২য় উই.) ২০৭ রান
উইন্ডিজ : ব্রাভো/রামদিন (৩য় উই.) ২৫৮ রান

সর্বাধিক উইকেট
বাংলাদেশ : মাশরাফি মুর্তজা, ১৯ ম্যাচে ৩০টি
উইন্ডিজ : কেমার রোচ, ১৯ ম্যাচে ৩০টি

সেরা বোলিং
বাংলাদেশ : তাপস বৈশ্য ৪/১৬, কিংস্টোন ২০০৪
উইন্ডিজ : মারভিন ডিলন ৫/২৯, সাউদাম্পটন ২০০৪

সিরিজে সর্বাধিক উইকেট
বাংলাদেশ : আল-আমিন হোসেন, ৩ ম্যাচে ১০টি
উইন্ডিজ : ভাসবের্ট ড্রেকস, ৩ ম্যাচে ১২টি

সর্বাধিক ক্যাচ
বাংলাদেশ : মাহমুদউল্লাহ, ২১ ম্যাচে ১২টি
উইন্ডিজ : কাইরন পোলার্ড, ১২ ম্যাচে ১৫টি

সর্বাধিক ডিসমিসাল
বাংলাদেশ : মুশফিকুর রহিম, ২৬ ম্যাচে ৩১টি
উইন্ডিজ : রিডলি জ্যাকবস, ১০ ম্যাচে ২০টি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ