Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুডোতেও এবার অ্যাডহক কমিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

দেশের বেশ কয়েকটির মতো এবার জুডো ফেডারেশনেও অ্যাডহক কমিটি গঠন করলো জাতীয় ক্রীড়ার পরিষদ (এনএসসি)। গত বছরের ফেব্রæয়ারিতে এই ফেডারেশনের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হলেও প্রাণঘাতি করোনাভাইরাসের ধুয়ো তুলে আর নির্বাচন হয়নি। তবে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ফেডারেশন অফিসে আসেন না সাধারণ সম্পাদক একেএম সেলিম। তাই সাত মাস ধরেই বেতন পান না অফিসের কর্মচারীরা। ফলে অনেকটা ছন্নছাড়া অবস্থা জুডো ফেডারেশনের। তাই গতকাল ২০১৮ এর ২১ ধারার ক্ষমতাবলে পরিচালক (ক্রীড়া) শাহ আলম সরদারকে সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে এনএসসি। কমিটির পাঁচ সদস্য হলেন- মো. সাঈদ আলী, জাহাঙ্গীর হাওলাদার, নিয়াজুল হাসান খান, একেএম আজাদ ও মাকসুদ উল হক ভূঞা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই ফেডারেশনের সভাপতি পদেও সহসা পরিবর্তন আসতে পারে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ