Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে স্কুল মাঠে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ

পকেটে পাওয়া গেল ৩০ হাজার টাকা

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ১০:০৪ পিএম

চট্টগ্রামের রাউজানে অজ্ঞাত পরিচয়ের ষাটোর্ধ্ব এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ জানুয়ারী) দুপুরে উপজেলা সদরের আর.আর.এ.সি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তিনি ঠাণ্ডা জনিত কারণে মারা যেতে পারেন। তাঁর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরনের কাপড়ের পকেট থেকে ৩০ হাজার টাকা পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।

খবর পেয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন লাশ উদ্ধার করে অজ্ঞাত পরিচয় হিসেবে লাশ উদ্ধার করে পরিচয় সনাক্তের চেষ্টা চালান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, বৃদ্ধের লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। তাঁর কাছে নগদ ৩০ হাজার টাকা, মুঠোফোন, টর্চ লাইটসহ কিছু চিকিৎসা ব্যবস্থা পত্র পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ