Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনার ভয়ে বিমানবন্দরে ৩ মাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বাসায় ফিরলে করোনায় আক্রান্ত হবেন এই ভয়ে আদিত্য উদয় সিং (৩৩) নামে এক ব্যক্তি তিন মাস ধরে যুক্তরাষ্ট্রের শিকাগোতে ও’হেয়ার বিমানবন্দরে অবস্থান করছিলেন। এ সময়ে তিনি ওই বিমানবন্দরের বিভিন্ন লোকজনের কাছ থেকে খাবার সংগ্রহ করতেন। তবে শেষ রক্ষা হয়নি তার। শনিবার সকালে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশ এবং প্রায় ৫০০ ডলার চুরির অপরাধে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে আরো বলা হয়, বিমান উড্ডয়ন ও অবতরণের বিচারে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর ও’হেয়ার। করোনা মহামারির আগে প্রতি বছর এই বিমানবন্দর দিয়ে প্রায় ৮ কোটি ৫০ লাখ যাত্রী আসা-যাওয়া করতেন। ব্যস্ততম এই বিমানবন্দরে ‘কোভিডের কারণে বাড়ি ফিরতে ভীত’ এক ব্যক্তি তিন মাস ধরে বাস করছিলেন। শিকাগো পুলিশ জানায়, আদিত্য উদয় সিং নামে ওই ব্যক্তিকে শনিবার সকালে নকল পরিচয়ে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশ ও অর্থ চুরির অপরাধে গ্রেফতার করা হয়েছে। শিকাগো ট্রিবিউনের রিপোর্টে বলা হয়েছে, আদিত্যকে আদালতে হাজির করা হলে বিবাদীপক্ষের আইনজীবিরা জানান, তিনি লস অ্যানজেলেস থেকে ১৯ অক্টোবর একটি ফ্লাইটে শিকাগো যান। গ্রেফতার হওয়ার প‚র্ব পর্যন্ত তিনি বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের এলাকায় লুকিয়ে ছিলেন। ইউনাইটেড এয়ারলাইনসের দুই কর্মকর্তা তার পরিচয় জিজ্ঞেস করলে তিনি যে পরিচয়পত্র দেখান, সেটা ছিল দু’মাস ধরে নিখোঁজ এক কর্মকর্তার। সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোন

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ