Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

আমরা জীবিত
গত ১০ জানুয়ারি চীনের প‚র্বাঞ্চলীয় শানদুং প্রদেশের হুশান স্বর্ণের খনিতে বিস্ফোরণের পর মোট ২২ খনি শ্রমিক নিখোঁজ হন। যাদের কাছ থেকে বার্তা পাওয়া গেছে তারা নিজেদের সংখ্যা ১২ জন বলে জানিয়েছেন। এর অর্থ হচ্ছে, বাকি ১০ জনের কোনো হদিস এখনো পাওয়া যায়নি। ১২ শ্রমিকের বাঁচার আকুতি কাঁপিয়ে দিয়েছে মানবতাকে। চীনের একটি স্বর্ণের খনিতে বিস্ফোরণের পর খনির প্রবেশপথ থেকে প্রায় ৬০০ মিটার ভেতরে আটকে পড়া ১২ শ্রমিক জীবিত আছেন এবং তারা বাঁচার আকুতি জানিয়েছেন। উদ্ধারকর্মীরা বলছেন, তারা এসব শ্রমিকের হাতে লেখা চিরকুট পেয়েছেন যাতে লেখা রয়েছে, “আমাদেরকে উদ্ধার করার প্রচেষ্টা বন্ধ করবেন না।” শিনহুয়া।


৫৮০ জনের
ভারতে শনিবার থেকে শুরু হয়েছে মহামারি করোনাভাইরাসের টিকা প্রয়োগ। সোমবার পর্যন্ত মোট ৩ লাখ ৮১ হাজার ৩০৫ জনের শরীরে প্রয়োগ করা হয়েছে সেরাম ইনস্টিটিউটের তৈরি এই টিকা। তার মধ্যে ৫৮০ জনের শরীরে দেখা দিয়েছে পার্শ্বপ্রতিক্রীয়া। এমনটাই জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আশা জাগানিয়া খবর হচ্ছে এই প্রথম ভারতে সক্রিয় আক্রান্ত রোগীর সংখ্যা ২ শতাংশের নিচে নেমে এসেছে। বর্তমানে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা রোগীর সংখ্যা ২ লাখ ৮ হাজার ৮২৬ জন। যা মোট আক্রান্তের ১.৯৮ শতাংশ। বিজনেস স্ট্যান্ডার্ড।


৪১ হাজার মানুষ
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনাভাইরাসের টিকা নেওয়া হাজার হাজার মানুষ তাদের টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন না। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘ফক্স ৩৫ অরল্যান্ডো’ একথা জানিয়েছে। এ পর্যন্ত অঙ্গরাজ্যটিতে নয় লাখ ১৫ হাজারের মতো মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। এদের মধ্যে দ্বিতীয় ডোজের সিডিউল পেয়েও তা নেননি প্রায় ৪১ হাজার মানুষ। অথচ করোনা থেকে ৯৫ শতাংশ সুরক্ষা পেতে টিকার দুই ডোজ নেওয়া প্রয়োজন। এনবিসি নিউজ।


প্রত্যাহার সম্পন্ন
ইউএস আফ্রিকা কমান্ড জানায়, যুক্তরাষ্ট্র, সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া প্রত্যাহারের চ‚ড়ান্ত সময়সীমা, জানুয়ারির মাঝামাঝি সেনাদের প্রত্যাহার সম্পন্ন করা হয় বলে জানান, আফ্রিকম’র মুখপাত্র কর্নেল, ক্রিস্টোফার কার্নস। সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্রের প্রায় ৮০০ বিশেষ সেনাদের প্রত্যাহার করা হয়েছে। এসব সেনারা সোমালিয়ার ‘দানাব’ ব্রিগেডকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে ও মুখপাত্র কার্নস বলেন, সোমালিয়ায় মাত্র অল্প সংখ্যক সেনা থেকে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ