Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ৭:১৯ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, তিন ফসলি জমিতে ইটভাটা স্থাপন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শাহ মোহছেন আউলিয়া ব্রিকস (এমবিএম) নামে একটি ইট ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বটতলী ইউনিয়নের হলদিয়া পাড়া এলাকায় এমবিএম নামের ইটভাটাকে চট্টগ্রাম জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াছমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম ও শেখ মুজাহিদ। র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস বাহিনীর সদস্যরা অভিযানে সার্বিক সহায়তা করেন।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াছমিন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শাহ মোহছেন আউলিয়া ব্রিকস(এমবিএম) নামে একটি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। আগামী ৩ মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করতে না পারলে ইটভাটাটি স্থায়ী ভাবে বন্ধ করে দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ