Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে শিল্পী বিশ্বাসের একক অ্যালবাম তালা

প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ‘কাগজের নৌকা’ এবং ‘জান’ নামের দুটি প্রশংসিত একক অ্যালবাম রয়েছে তার ক্যারিয়ারে। হিট গানের তালিকায় যোগ করেছেন ‘সোনাপাখি’ গানটি। ফোক-ফিউশন ঘরানার এই সুকণ্ঠী শিল্পীর নাম শিল্পী বিশ্বাস। মাঝে প্রায় দুই বছরের প্রস্তুতি নিয়ে এই ঈদে ফের আসছেন নতুন অ্যালবাম চমক নিয়ে। শিল্পী জানান, তার ঈদ এককের নাম ‘তালা’। শিগগিরই প্রকাশ পাচ্ছে সিএমভি’র ব্যানার থেকে। অ্যালবাম সম্পর্কে শিল্পী বিশ্বাস বলেন, ‘আমরা প্রত্যেকেই সময়ের সহযাত্রী। তাই চলতি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। এখনকার শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন আমিও সে রকম গানই গেয়েছি এবার। অনেকেই বলেন, ‘আমি নাকি ফোক ভালো গাই। তাই এবার ফোক ধাঁচের গানের প্রতি বেশি মন দিয়েছি। চেষ্টা করেছি ফোক-ফিউশন দিয়ে নতুন কিছু করার। আশা করছি শুনলে সেটা অনুভব করবেন সবাই।’ ‘তালা’র জন্য গান লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, নাজির মাহমুদ, পাগল জালাল ও শফিউদ্দিন শিকদার। আর সুর-সংগীতায়োজন করেছেন নাজির মাহমুদ, মুশফিক লিটু, আহমেদ কিসলু ও আব্দুল্লাহ খান। অ্যালবামের উল্লেখযোগ্য গানের শিরোনাম হলোÑ ঝামেলার তালা, উড়াল পঙ্খী, আমার অন্তরে, রঙিলা কইতর, আমায় কাঁদালে প্রভৃতি। শিল্পী বিশ্বাস জানান, এরই মধ্যে চলছে প্রেক্ষাগৃহের নির্মাণে ‘তালা’র ভিওি শুটিং। সেটিও প্রকাশ পাচ্ছে ঈদের আগেই সিএমভি’র ইউটিউব চ্যানেল হয়ে বিভিন্ন টিভি অনুষ্ঠানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে শিল্পী বিশ্বাসের একক অ্যালবাম তালা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ