প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : নীল জোসনা শিরোনামের নতুন একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন আর জে রাজু ও শিপু। গীতিকার আশিক বন্ধুর লেখা গানটির সুর সঙ্গীত করেছেন সজীব দাস। গানটি প্রকাশ হচ্ছে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিতব্য শিপুর প্রথম একক অ্যালবাম বৃষ্টি দুপুরে’তে। এতে চারটি একক ও তিনটি দ্বৈত গান থাকছে। তিনটি ডুয়েট গানে শিপুর সাথে কণ্ঠ দিয়েছেন আরজে রাজু ও কদর। আসছে কোরবানি ঈদে অ্যালবামটি প্রকাশিত হবে। এরইমধ্যে অ্যালবামের কাজ শেষ হয়েছে। প্রথম একক অ্যালবাম প্রকাশের অনুভ‚তি জানিয়ে শিপু বলেন, গান ছোটবেলা থেকে করি। পরিবারে সবাই গানের মানুষ। তবু সংসারে ব্যস্ত হওয়ায় অ্যালবামের কাজ শেষ করতে সময় লেগেছে। তবে সব গুছিয়ে নিয়ে এবার মনের মতো কিছু ভালো গান নিয়ে ফিরলাম। প্রত্যেকটি গানে আলাদা আলাদা সুর আর ভিন্ন কথা পাবে। বৃষ্টি দুপুর-এর গানের সুর সঙ্গীত করেছেন সজীব দাস। অচিরেই অ্যালবামের দুটি গানের মিউজিক ভিডিও শুটিং শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।