পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট, প্রাক্তন সেনাপ্রধান, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বাধীনতা যুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৮৫তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম এই সেক্টর কমান্ডার।
জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় অসাধারণ দেশপ্রেমিক, অসম সাহসীকতা, সততা-নিষ্ঠা ও সহজ-সরল ব্যক্তিত্বের প্রতীক জিয়াউর রহমানের দেশের জন্য অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্বরণ করছে নেটিজেনরা।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর তার ফেইসবুক ওয়ালে লিখেন, ‘জন্ম তোমার যুদ্ধে যাবার নেতা হবার সিপাহী জনতার, তুমি বিষ্ময় তুমি নির্ভয়, জিয়া তুমি সোনালী ভোরে নতুন সূর্যোদয়। জন্মদিনে বিনম্র শ্রদ্ধা আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান... শহীদ জিয়া অমর হউক...’
আরার শাহরিয়ার রায়হান লিখেন, ‘১৯ জানুয়ারি সারা বাংলা আলোকিত করে জন্মেছিল যে উজ্জ্বল নক্ষত্র, সারা বিশ্বে মাথা উচু করে বীর বাঙ্গালী গর্বিত সর্বত্র। তুমি জন্মেছিলে বলেই ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করি, তুমি জন্মেছিলে বলেই উন্নত বাংলাদেশ নির্মাণের শপথ করি। সারা বাংলার শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতাই যার হবি, সফল সফল তুমি সফল, তুমিই দেশ স্বাধীনতার বিশ্বকবি। বাঙ্গালী জাতির ইতিহাস দেখে যাও না, বাংলা মাটিতে শহীদ জিয়ার মত মহান নেতা হাজার বছরেও পাবে না। ইতিহাসে থাকবে লেখা জিয়াউর রহমান চিরদিন, বাঙ্গালীর হৃদয়ে থাকবে তুমি থাকবে চির অমলিন।’
শ্রদ্ধা জানিয়ে রাশেদুল ইসলাম রাশেদ লিখেন, ‘বিনম্র শ্রদ্ধা হে মহান নেতা, বাঙালী জাতির মুক্তির মহানায়ক।’
মো. মাইনুল হাসান লিখেন, ‘তাকে রাজনৈতিক হিসেবে না তাকে মুক্তিযোদ্ধা হিসেবে বিনম্র শ্রদ্ধা ও শুভ জন্মদিন।’
শাহিন আলম রাজু লিখেন, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মহান মুক্তিযুদ্ধের সম্মুখভাগ থেকে নেতৃত্বদানকারী বাংলার ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা,আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন,আমিন।’
এমডি আনোয়ার লিখেন, ‘মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তবাদী দলের প্রতিষ্ঠাতা, জেড ফোর্সের সর্বাধিনায়ক, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলী। তুমি এসেছিলে বলে এই স্বাধীনতা, হে মহান নেতা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।