নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আর্সেনাল ছেড়ে তুরস্কের ক্লাব ফেনেরবাচে যাচ্ছেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। এ বিষয়ে খুব শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসছে বলে জানিয়েছে বিবিসির এক প্রতিবেদন।
গত মার্চে ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচের পর থেকে ওজিলকে আর আর্সেনালের জার্সিতে দেখা যায়নি। কোচ মিকেল আরতেতার দলে ব্রাত্য হয়ে পড়েছেন বিশ্বকাপজয়ী এ তারকা।
২০১৩ সালে ৪২.৪ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনালে এসেছিলেন ওজিল।
তুরস্ক বংশোদ্ভূত ওজিল নিজেকে জার্মান হিসেবেই সবসময় পরিচয় দিয়েছেন। তবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে সাক্ষাত এবং ছবি তোলায় বেশ আলোচিত হন তিনি। জার্মানির হয়ে বিশ্বকাপ জিতলেও নিজের শিকড় কখনো আড়াল করার চেষ্টা করেননি। সেই তুরস্কপ্রীতিই তার জন্য কাল হয়ে দাঁড়াল। প্রায় এক বছর ধরে আর্সেনালের একাদশে সুযোগ না পেয়ে অবশেষে ইংলিশ ক্লাবটিকে ছাড়তে যাচ্ছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।