Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার নাটকে ফিরতে চান মাহিরা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ১২:৩০ পিএম

‘হো মান জাহান’ এবং ‘রইস’ টিভি সিরিয়ালে ‘খিরাদ’ ও ‘শানো’ চরিত্রে অনবদ্য অভিনয় করে ব্যাপক দর্শক প্রিয়তা পেয়েছিলেন মাহিরা খান। তার জনপ্রিয়তার শুরুটা ছোট পর্দায় হলেও অভিনয় গুণে পাকিস্তানের মাহিরা খান চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে এখন বেশ প্রসিদ্ধ।

সম্প্রতি ‘হাম নেটওয়ার্ক’-এর ১৬ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে মাহিরা তার অভিনয়ের যাত্রা সম্পর্কে কথা বলেছেন। চলতি বছর তার অভিনয়ের এক দশক পূর্ণ হয়েছে। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন আইসোলেশনে থাকার পর সম্প্রতি তিনি জনসম্মুখে এসে কোনে অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

তিনি বলেন, আমি আবার নাটকে ফিরতে চাই। কারণ ‘হাম টিভির’ মাধ্যমে আমার কাছে এই যাত্রাটা ছিল যাদুর মতো। আমার ক্যারিয়ার এবং ব্যক্তিজীবনের মোড় ঘুড়িয়ে দিয়েছিল ‘হামসফর’। তিনি বলেন, ২০২১ সালে ‘হামসফর’-এর ১০ বছর পূর্ণ হবে। পাশাপাশি আমার অভিনয় জীবনেরও একদশক পূর্ণ হবে।’

মাহিরা আরো বলেন, ওই সময়টা খুবই খারাপ ছিল, তবে সময়টাকে সুযোগ হিসেবে ধরে ভালো কিছু স্ক্রিপ্ট পড়া হয়েছে।

এসময় তিনি হাম টিভির প্রশংসা করে বলেন, এই টিভির মাধ্যমেই আবার আমি ছোট পর্দায় ফিরতে চাই।

সূত্র : ডন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ