বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাউজানে অগ্নিকান্ডে মালামাল সহ বসতঘর পুড়ে ছাই হয়েছে। ১৭ জানুয়ারী রবিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়ায় অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।
অজ্ঞাত সূত্র হতে আগুনের সূত্রপাত হয়ে অগ্নিকান্ড ঘটনায় শিক্ষিকা ঝিনুক বড়ুয়ার (স্বামী কমলেন্দু বড়ুয়া) বসতঘর মালামাল সহ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত কমলেন্দু বড়ুয়া ও শিক্ষিকা ঝিনুক বড়ুয়ার ছেলে নোয়াপাড়ায়া ও পাহাড়তলীস্থ রহমানিয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপক ইতুন বড়ুয়া জানান, রবিবার রাত সাড়ে বারটার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠলে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পরিবারের সবাইকে নিয়ে কোন রকমে জীবন রক্ষা করতে পারলেও আগুণে মূল্যবান সামগ্রী ও বসতঘরের প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, খবর দিলেও যতক্ষণে দমকল বাহিনী পৌঁছেছেন ততক্ষণে আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবী আগুনে তাদের দশ লক্ষাধিক টাকার সম্পদ পুড়েছে।
স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকতে স্থানীয় প্রশাসন ও নেতা কর্মীদের নির্দেশন দিয়েছেন বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।