প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত বছরের নভেম্বরে ‘সুখের অসুখ’ শিরোনামে একটি দ্বৈতগানে কণ্ঠ দিয়েছিলেন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। গানটি তিনি গেয়েছিলেন সাবিনা ইয়াসমিনের সঙ্গে। আর এ গানের মধ্য দিয়ে সুরকার হিসেবে নাম লিখিয়েছন মোমিন। তবে এবার সুরকার নয় একটি আইটেম গান পরিচালনা করেছেন তিনি। আর কে সরকার রিপনের সংগীতায়োজনে প্রাণ চানাচুর আইটেম গানটি মোমিন বিশ্বাস নির্দেশনা দেন। এতে কণ্ঠও দিয়েছেন মোমিন বিশ্বাস। তার সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন মারুফা জান্নাত তৃষা। মোমিন বলেন, এটা আমার জন্য অন্যরকম অভিজ্ঞতা। যদিও এর আগে টুকটাক সুর করেছি, তবে সাবিনা আপার একটি গানের সুর করে সুরকার হিসেবে নিয়মিত হয়েছি। তবে গান নির্দেশনা একেবারেই অন্যরকম। আইটেম গানের কথা ও সুর ছিল চমৎকার। আশা করছি, শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। এদিকে সম্প্রতি ‘আমার ইচ্ছেরা’ শীর্ষক একটি গানে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস। শরিফুন নাহারের গীতের রচনা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এরফান টিপু। গানটি খুব শিগগিরই এস এন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছেন মোমিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।