Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওটিটিতে অভিষেক নিয়ে আদা খানের উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

‘নাগিন’ সিরিয়ালের চার মৌসুম, ‘বিগ বস ১০’সহ একাধিক রিয়েলিটি শোতে অংশ নিয়ে টেলিভিশনের একজন জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন আদা খান। অনেক টিভি এবং চলচ্চিত্র শিল্পীর মত তিনিও ওটিটি (ওভার দ্য টপ) বা স্ট্রিমিং মাধ্যমে পা রেখেছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে। আদা জানিয়েছেন একটি বিশেষ কারণে এতে কাজ করার অভিজ্ঞতা উপভোগ করেছেন। ‘এক মুলাকাত’ নামের এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মানব ভিন্দার; এতে আরও অভিনয় করেছেন শশাঙ্ক ব্যাস। আদা জানিয়েছেন মানব তার ঘনিষ্ঠতম বন্ধু তাই এতে কাজ করার অভিজ্ঞতা তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। “নিজের বন্ধুর পরিচালনায় কাজ করার অর্থ হল কোনও কাজই করছি না। মানব ভিন্দার আমার ঘনিষ্ঠতম বন্ধু, আর সেই এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করছে। আমরা পরস্পরের সঙ্গ উপভোগ করি। যে স্বাচ্ছন্দ্যে কাজ করেছি তা দুজনই উপভোগ করছি। কোনও কোনও দৃশ্যে একে অন্যকে পরামর্শ দিয়ে কাজ করেছি, মাত্র এক রাতের কাজ শেষ করেছি খুব দ্রুত,” আদা বলেন। আদা ওটিটি প্ল্যাটফর্মে আরও কাজ করতে চান। “ওটিটির অনুষ্ঠান ভাল করছে আর এর ভবিষ্যতও ভাল। আমি অবশ্যই এই মাধ্যমে কাজ করতে চাই। এমন কাজ করতে চাই তা দর্শকদের আকৃষ্ট করে,” তিনি বলেন। ‘এক মুলাকাত’ হট স্টারে স্ট্রিমিং হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদা-খান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ