Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে চা দোকানীর ওপর হামালার ঘটনায় অভিযুক্ত নাফিউর গ্রেফতার

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ৭:২০ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে চা দোকানীর ওপর হামালার ঘটনায় অভিযুক্ত নাফিউরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল হোসেন ও ফয়েজ আহমেদ পৌরসভার পোষ্টকামুরী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। এ সংক্রান্ত একটি খবর রোববার দৈনিক ইনকিলাবের অনলাইন সংস্কারে প্রকাশিত হলে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে।

গ্রেপ্তার নাফিউর মির্জাপুর বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক পোষ্টকামুরী গ্রামের শহীদুল আলম রতনের ছেলে।

উল্লেখ্য, পৌর শহরের বণিকপাড়ার বাসিন্দা রতন সরকারের ছেলে অজিত সরকারের কালীবাড়ি রোডের চিকনগলির চায়ের দোকানে বৃহস্পতিবার সন্ধ্যায় দুধ চা দিতে দেরী হওয়ায় দোকানী অজিত সরকারের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায় নাফিউর। এ সময় তাকে লাথি ও কিল ঘুষি মারলে চা তৈরির ফুটন্ত পানিতে পড়ে অজিতের হাত ও মুখসহ শরীরের একাধিক স্থান দগ্ধ হয়। পরে অজিতের লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করেন। এদিকে রোববার দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পুলিশ প্রশাসনের নজরে আসে। এছাড়া সোমবার আহত অজিত সরকারের স্ত্রী মৃদুলা রানী নাফিউরের নামে মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক ওরফে শেখ দিপু অভিযুক্ত নাফিউরকে গ্রেপ্তার করা হয়েছে বলে সত্যতা স্বীকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাঙ্গাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ