Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেরোবি ভিসির বিরুদ্ধে ইউজিসি’র নিকট ১০৮টি লিখিত অভিযোগ দাখিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ৫:৩৬ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে নিয়োগের শর্ত ভঙ্গ করে বিশ্ববিদ্যালয়ে অনুপস্তিতি, নিয়োগ বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগ করেছে ওই বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। অধিকার সুরক্ষা পরিষদ’র পক্ষ থেকে রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি টিমের সঙ্গে দেখা করে এ অভিযোগগুলো জানানো হয়।

ইউজিসি তদন্ত টিমের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের মতো আমরাও চাই ভিসি নিয়োগ শর্ত মেনে ক্যাম্পাসে আসুক। মহীয়সী নারী বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এমন অবস্থা সত্যিই দুঃখজনক। এর আগে প্রকল্পে কিছু ব্যত্যয়ের অভিযোগ পেয়েছি। পরিদর্শনের ফল প্রতিবেদনে দাখিল করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের অন্তর্ভুক্ত ৭৩ কোটি ৮৩ লাখ টাকার প্রকল্পে দশতলা বিশিষ্ট ছাত্রী হল, ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট ও স্বাধীনতা স্মারকের কাজ সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ