Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অবশেষে নিজ নিজ গন্তব্যে ফিরলেন সিলেটের ১১৫জন যুক্তরাজ্য প্রবাসী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ৫:১০ পিএম

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে বাড়ি ফিরলেন যুক্তরাজ্য থেকে আগত ১১৫ জন প্রবাসী। তারা চলতি মাসের ৪, ৭ ও ১১ তারিখে এসেছিলেন সিলেটে। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী ৪ তারিখ আসা প্রবাসীদের ১৪ দিন এবং ৭ ও ১১ তারিখে আগতদেও ৪দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের মেয়াদ শেষে রোববার রাত ও আজ সোমবার (১৮ জানুয়ারি) সকালে বাড়িমুখী হয়েছেন মোট ১১৫ জন যুক্তরাজ্য প্রবাসী।

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি মাসের শুরুতে বাংলাদেশে আসা প্রবাসীদের ক্ষেত্রে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছিল সরকার। সেই নির্দেশনা অনুযায়ী সিলেটে চলমান জানুয়ারি মাসের ৪, ৭ ও ১১ তারিখে যুক্তরাজ্য থেকে আসা প্রবাসীদের রাখা হয় নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে। তবে ১৪ দিনের সময়কে কমিয়ে পরবর্তীতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন চার দিন করা হয়েছে। সিলেটে ৪ তারিখে আসা প্রবাসীরা ১৪দিন পূর্ণ করলেও নতুন নীতিমালার আলোকে ৪ ও ১১ তারিখে আসা প্রবাসীরা ৪দিন পূর্ণ করে বাড়ি ফিরতে পেরেছেন তারা। সিলেট সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, ১৪ তারিখের আগে আসা অর্থাৎ- ৪, ৭ ও ১১ তারিখে যুক্তরাজ্য থেকে আসা প্রবাসীদের হোটেল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া সিভিল সার্জন আরো বলেন, ১৪ তারিখে আসা প্রবাসীদের পরীক্ষা-নিরীক্ষা করে ছাড়া হবে। ১৪ জানুয়ারির আগে চলতি মাসে বিমান বাংলাদেশের আরও ৩টি ফ্লাইটে করে সিলেটে আসেন প্রবাসীরা। এর মধ্যে ৪ জানুয়ারি ৪২, ৭ জানুয়ারি ২৮ ও ১১ জানুয়ারি আসনে ৪৫ জন যুক্তরাজ্য প্রবাসী। তাদেরকে নগরীর হোটেল হলি গেট, স্টার স্প্যাসিফিক, হোটেল অনুরাগ ও হোটেল ব্রিটানিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। অবশেষে রোববার রাত ও আজ সোমবার (১৮ জানুয়ারি) সকালে মোট ১১৫ প্রবাসী ফিরেছেন নিজ নিজ গন্তব্যে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ