Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোলশূন্য ড্র লিভারপুল-ইউনাইটেড লড়াই

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ১২:৫৫ এএম

পুরো ম্যাচে প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ রেখেও কাঙ্ক্ষিত গোল পেল না লিভারপুল। দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টার ইউনাইটেডও সুযোগ পেল; কিন্তু স্কোরলাইন থাকল গোলশূন্য। অ্যানফিল্ডে রোববার গতবারের লিগ চ্যাম্পিয়ন ও এবারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। ফলে পয়েন্ট তালিকায় দুই দলের অবস্থানেরও কোনো পরিবর্তন হয়নি। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল। ৩৭ পয়েন্ট নিয়ে সবার উপরে ইউনাইটেড।

ম্যাচে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করলেও প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষক দাভিদ দে হেয়ার তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি ফিরমিনো-সালাহ-মানেকে নিয়ে সাজানো লিভারপুলের আক্রমণভাগ। সপ্তদশ মিনিটে রবের্তো ফিরমিনোর শট পোস্টের বাইরে যায়। তিন মিনিট পর জেরদান শাচিরির শট এক ডিফেন্ডারের গায়ে লেগে বাইরে যায়। একটু পর ফিরমিনোর শট এক ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হওয়ার পর মোহামেদ সালাহর ভলি উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

২৫তম মিনিটে হ্যারি ম্যাগুইয়ারের ভুল পাসে বল পেয়ে জর্জিনিয়ো ডেইনালডাম শট লক্ষ্যে রাখতে পারেননি। আগের রাউন্ডে বার্নলির মাঠ থেকে কষ্টের জয় নিয়ে ফেরা ইউনাইটেড দ্বিতীয়ার্ধে কিছুটা ওপরে উঠে খেলে। কিন্তু র্যাশফোর্ড-মার্সিয়ালরা লিভারপুলের ডি-বক্সে সুবিধা করতে পারেনি।

৫৯তম মিনিটে বাঁ দিক থেকে অ্যান্ডি রবার্টসনের লম্বা ক্রসে পা ছোঁয়াতে পারেননি ফিরমিনো। বিপদমুক্ত করেন ম্যাগুইয়ার। সবশেষ ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া লিভারপুলের হতাশা আরও বাড়ে। এক মিনিট পর অঁতনি মার্সিয়ালকে তুলে উরুগুয়ের ফরোয়ার্ড এদিনসন কাভানিকে নামান ইউনাইটেড কোচ উলে গুনার সুলশার।

৭৫তম মিনিটে আলিসনের দৃঢ়তায় বেঁচে যায় লিভারপুল। লুক শয়ের কাট ব্যাকে ব্রুনো ফের্নান্দেসের শট শেষ মুহূর্তে পা দিয়ে আটকান ব্রাজিলিয়ান গোলরক্ষক। তিন মিনিট পর থিয়াগো আলকান্তারার শট ফিস্ট করে ফিরিয়ে ইউনাইটেডের ত্রাতা দে হেয়া। ৮৩তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট হয় ইউনাইটেডের। ফের্নান্দেসের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে পেয়ে যান পল পগবা। ফরাসি মিডফিল্ডারের শট আটকান আলিসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ