রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা
ভারতের সুইচগেটগুলো খুলে দেওয়ায় অন্য এলাকায় পানি বাড়লেও পানি বাড়েনি রাজবাড়ীর পদ্মায়। বেড়েছে স্রোত যে কারণে দৌলতদিয়া ঘাটে ফেরি আসতে ও নদী পার হতে সময় লাগছে দ্বিগুণ যে কারণে ঘাটের দৌলতদিয়ায় যানবাহনের লম্বা সাড়ি তৈরি হয়েছে। দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক মোঃ সফিকুল ইসলাম জানান, দৌলতদিয়ায় ৪টি ফেরি ঘাটের মধ্যে ১ নম্বর ঘাটটি নদী ভাঙনের কারণে বন্ধ রয়েছে দীর্ঘদিন। ২, ৩ ও ৪ চালু ছিল আংশিক। প্রবল স্রোতের কারণে ২ নম্বর ঘাটে কোন ফেরি ভিড়তে পারছে না। গতকাল শনিবার সকালে ৩ নম্বর ঘাটের বাদিকে র্যামের নিচের মাটি সরে যাওয়ায় একটি পকেট গেট দিয়ে পার করা হচ্ছে যানবাহন। এরই মধ্যে ৩ নম্বর ঘাটের মেরামত কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আর ৪ নম্বর ঘাটের সংযোগ সড়কটির অর্ধেক মাটি ধসে যাওয়ায় ব্যাঘাত ঘটছে যানবাহন পারাপারের। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। উল্লেখ্য, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট বড় মিলিয়ে ১৪টি ফেরি চলমান রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।