Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই :

পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মানুষের জান-মাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা নেই। মানুষের মৌলিক ও নাগরিক অধিকার ভুলুন্ঠিত। এমনকি মানুষের ভোটাকিারও নেই। দেশে দুর্নীতি, সন্ত্রাস, নারী ধর্ষণ, হত্যা মারাত্মক আকার ধারণ করেছে। মাদকের ভয়াবহ ছোবলে যুব সমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ইসলামের অনুশাসনের বিকল্প নেই। তিনি সর্বস্তরের মানুষকে ইসলামী আন্দোলনের পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান।
পীর সাহেব চরমোনাই বলেন, প্রচলিত মানুষের তৈরি আইনের অসারতা এবং ইসলামি আইন তথা ইসলামী শাসনের অনিবার্যতা দিন দিন প্রমাণিত হচ্ছে। ইসলামই একমাত্র আদর্শ যা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছে। ইসলামী আইনজীবী পরিষদকে বেশি বেশি দাওয়াতি কাজে সম্পৃক্ত হতে হবে। সঠিক দাওয়াত গণমানুষের কাছে বিশেষ করে আইনজীবীদের মাঝে তুলে ধরতে হবে। তিনি বলেন, দায়ী ইলাল্লাহ’র ভূমিকা নিয়ে কাজ করতে হবে।
গতকাল সকালে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সাবেক সহকারী এটর্নী জেনারেল অ্যাডভোকেট আব্দুল বাসেত, অ্যাডভোকটে আব্দুল মতিন, অ্যাডভোকেট লুৎফুর রহমান সেখ, অ্যাডভোকেট শাহ নেওয়াজ ফকির, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, অ্যাডভোকেট হারুনুর রশিদ, অ্যাডভোকেট মোরশেদ আলম বেগ, অ্যাডভোকেট হারুন অর রশিদ। সম্মেলন পরিচালনা করেন এড. মোহাম্মদ হানিফ মিয়া।
সম্মেলনে অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমানকে সভাপতি, অ্যাডভোকেট লুৎফুর রহমানকে সহ-সভাপতি, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদারকে সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়াকে যুগ্ম সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ