Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুপচাঁচিয়ায় চাঁদা দাবির ঘটনায় আটক ২

প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা

দুপচাঁচিয়া থানা পুলিশ গত শুক্রবার প্রভাষক মিজানুর রহমানের কাছে মোবাইলে ও বেনামী চিঠি দিয়ে ২৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- উপজেলার উনাহত সিংড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র মোশরেফুল ইসলাম নিরু (২৫) ও মুকুল আকন্দের পুত্র সজিব আকন্দ (২৪)। জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের উনাহত সিংড়া প-িতপাড়ার মৃত ইদ্রিস করিমের পুত্র উপজেলা সদরের জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজের প্রভাষক (পদার্থ বিজ্ঞান) মিজানুর রহমান (৪৫)-এর কাছে মোবাইলে ও বেনামী চিঠি দিয়ে ২৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে তাকে বড় ধরনের ক্ষতি করারও হুমকিও দেয়। এ ঘটনায় মিজানুর রহমান গত ৬ আগস্ট দুপচাঁচিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করে। জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের তত্ত্বাবধানে সিনিয়র পুলিশ সুপার গাজীউর রহমানের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ঘটনাটির অনুসন্ধান চালাতে থাকেন। গত শুক্রবার ভোরে তথ্য প্রযুক্তির উপর ভিত্তি করেই ঘটনার সাথে জড়িত মোশরেফুর রহমান নিরুর ব্যবহৃত মোবাইলের আইএমই-এর ভিত্তিতে আটক করে। আসামি নিরু ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি মোতাবেক ও তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার সহযোগী সজিব আকন্দকে আটক করে। এ সংক্রান্তে প্রভাষক মিজানুর রহমান বাদী হয়ে নিরু ও সজিব আকন্দের বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেছে। এ ব্যাপারে ওসি নজরুল ইসলাম জানান, আটককৃত আসামিদের ১৬৪ ধারা জবানবন্দি গ্রহণের জন্য গতকাল শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুপচাঁচিয়ায় চাঁদা দাবির ঘটনায় আটক ২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ