রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা
দুপচাঁচিয়া থানা পুলিশ গত শুক্রবার প্রভাষক মিজানুর রহমানের কাছে মোবাইলে ও বেনামী চিঠি দিয়ে ২৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- উপজেলার উনাহত সিংড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র মোশরেফুল ইসলাম নিরু (২৫) ও মুকুল আকন্দের পুত্র সজিব আকন্দ (২৪)। জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের উনাহত সিংড়া প-িতপাড়ার মৃত ইদ্রিস করিমের পুত্র উপজেলা সদরের জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজের প্রভাষক (পদার্থ বিজ্ঞান) মিজানুর রহমান (৪৫)-এর কাছে মোবাইলে ও বেনামী চিঠি দিয়ে ২৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে তাকে বড় ধরনের ক্ষতি করারও হুমকিও দেয়। এ ঘটনায় মিজানুর রহমান গত ৬ আগস্ট দুপচাঁচিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করে। জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের তত্ত্বাবধানে সিনিয়র পুলিশ সুপার গাজীউর রহমানের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ঘটনাটির অনুসন্ধান চালাতে থাকেন। গত শুক্রবার ভোরে তথ্য প্রযুক্তির উপর ভিত্তি করেই ঘটনার সাথে জড়িত মোশরেফুর রহমান নিরুর ব্যবহৃত মোবাইলের আইএমই-এর ভিত্তিতে আটক করে। আসামি নিরু ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি মোতাবেক ও তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার সহযোগী সজিব আকন্দকে আটক করে। এ সংক্রান্তে প্রভাষক মিজানুর রহমান বাদী হয়ে নিরু ও সজিব আকন্দের বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেছে। এ ব্যাপারে ওসি নজরুল ইসলাম জানান, আটককৃত আসামিদের ১৬৪ ধারা জবানবন্দি গ্রহণের জন্য গতকাল শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।