রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে
সাতক্ষীরায় সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক সমাজ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব এই কর্মসূচির আয়োজন করে। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক সভাপতি আনিছুর রহিম, সাবেক সভাপতি আবু আহমেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল ওয়াজেদ কচি, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক অরুন ব্যানার্জী, কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপী, মোস্তাফিজুর রহমান উজ্জল, ইয়ারব হোসেন, আবু তালেব মোল্লা ও হাফিজুর রহমান মাসুম প্রমুখ। বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও আন্তরিক হতে হবে। প্রতিনিয়ত গ্রেফতার বাণিজ্য চললেও জামায়াত-শিবির, জেএমবি, হরকাতুল জিহাদসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর নেতৃত্ব স্থানীয়দের গ্রেফতার করা হচ্ছে না। অথচ পিছনে থেকে তারা সারাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদে নেতৃত্ব দিচ্ছে। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, প্রকৃত এবং চিহ্নিত সন্ত্রাসী ও জঙ্গিদের আইনের আওতায় আনতে সাংবাদিকরা বরাবরের মতো আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।