Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপজেলা পরিষদ এসোসিয়েশনের মতবিনিময়

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে এক মতবিনিময় সভা হয়েছে। গতকাল রোববার পটুয়াখালী প্রেস ক্লাবের ড. আতাহার উদ্দিন মিলনায়তনে জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্টজনদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের পটুয়াখালী জেলা শাখার সভাপতি অ্যাড. গোলাম সরোয়ার উপজেলা পরিষদ এসোসিয়েশনের ৫ দফা দাবি লিখিতভাবে উপস্থাপন করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি পটুয়াখালীর দুমকী উপজেলা চেয়ারম্যান অ্যাড. হারুন অর রশিদ হাওলাদার, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দশমিনা উপজেলা চেয়ারম্যান আ. আজিজ, উপজেলা পরিষদ এসোসিয়েশনের পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা-পরিষদ-এসোসিয়েশন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ