Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

সিংগাইরে মার্কেটে আগুন

দগ্ধ ২

সিংগাইর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকান্ডে দুজন অগ্নিদগদ্ধ হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া বাসস্ট্যান্ডের উত্তর পাশে রফিকের মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ওই মার্কেটের ভাড়াটিয়া মা টেডার্সের ৪টি দোকান ও পাশে ১টি ওয়ার্কশপের মালামাল সম্পূর্ণ ভূস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্থ মা টেডার্সের সত্ত্বাধিকারী মো. আব্দুল মালেক উপজেলার বলধারা ইউনিয়নের তেলিখোলা গ্রামের নিজামউদ্দিনের ছেলে ও পাশের ওয়ার্কশপের মালিক খোলাপাড়া গ্রামের পাগলা চাঁন। অগ্নিদগদ্ধরা হলেন- মা টেডার্সের মালিক আব্দুল মালেকের বাবা নিজামউদ্দিন (৬৫) কর্মচারি মো. শাহিনুর রহমান (৩০)।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিংগাইর থানা পুলিশ, র‌্যাব-৪, মানিকগঞ্জ ফায়ার সার্ভিস টিম, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে সহযোগীতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কেটে-আগুন

১৮ জানুয়ারি, ২০২১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ