মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্ব কখনো পুরোপুরি করোনামুক্ত হবে না বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর আপদকালীন পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কমিটির ভার্চুয়াল বৈঠকে করোনা ভাইরাসের নতুন ধরনের গণসংক্রমণ প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর সংশ্লিষ্ট কমিটির বৈঠকটি জানুয়ারির শেষ সপ্তাহে হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতির গুরুত্ব আঁচ করে তা দু’সপ্তাহ এগিয়ে আনা হয়। আগামী ১০০ দিনের মধ্যে প্রতিটি দেশে কারোনা ভ্যাকসিন প্রয়োগ অভিযান শুরুর সুপারিশ করেছে কমিটি। ভ্যাকসিন বণ্টনের বিষয়ে ধনী দেশগুলির ‘ভ‚মিকা’ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বৈঠকে। পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর টেকনিক্যাল টিমের প্রধান মারিয়া ভ্যান কেরখোভে করোনা ভাইরাসের নতুন ধরনের উৎপত্তি ও সংক্রমণের উৎস চিহ্নিত করা কথা বলেছেন। বৈঠকের পর এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জিন প্রযুক্তির সাহায্যে ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে করোনা ভাইরাসের সবগুলি স্ট্রেন চিহ্নিত করা প্রয়োজন। প্রয়োজন বিশ্বজুড়ে তথ্যের আদানপ্রদান। না হলে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। অপর দিকে, যুক্তরাজ্যের অক্সফোর্ড ভ্যাকসিন গ্রæপের শীর্ষ বিজ্ঞানী প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড সতর্ক করে বলেছেন, এ বছর প্রাণঘাতী করোনা ভাইরাসের অনেক নতুন ধরন পাওয়া যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রেডিও-এর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে শনিবার তিনি এই সতর্কবার্তা দেন। অ্যান্ড্রু পোলার্ড বলেন,‘২০২১ সালে আমরা নতুন অনেক ধরনের করোনা দেখতে যাচ্ছি। আমাদের এর সঙ্গে অভ্যস্ত হতে হবে।’ নতুন ধরণের করোনা খুব দ্রæত শনাক্ত হচ্ছে জানিয়ে পোলার্ড আরও বলেন, ‘নতুন ভ্যাকসিনের প্রয়োজন হলেও আশা করছি আমরা খুব দ্রুত এর বিরুদ্ধে লড়াই করতে পারবো।’ এর ব্রিটেনের কর্তৃপক্ষের জানিয়েছে, যুক্তরাজ্যে করোনার যে নতুন ধরন পাওয়া গেছে তা বেশি সংক্রামক হলেও বেশি বিপজ্জনক নয় । বিবিসি রেডিও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।