Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ক্ষেপণাস্ত্র শক্তি 

সিরিয়ার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল আগ্রাসন জোরদার করার পেক্ষাপটে ক্ষেপণাস্ত্র শক্তি বাড়িয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ইসরাইলের চ্যানেল১৩ টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক মন্তব্য কলামে এ কথা বলেছেন অ্যালোন বেন ডেভিড নামে একজন সামরিক বিশ্লেষক। এ নিবন্ধে বলা হয়েছে, ইসরাইল সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসন বাড়িয়েছে কিন্তু তারা হিজবুল্লাহর স্বাধীনভাবে নিখুঁত ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রচেষ্টা থামাতে পারেনি। বেন ডেভিড বলেন, ইসরাইল যে প্রধান কৌশলগত হুমকি মোকাবেলা করছে তার অবস্থান সিরিয়ায় নয় বরং তার অবস্থান লেবাননে, কিন্তু ইসরাইল তা এড়িয়ে চলছে। ইরনা।


কমেছে ভুয়া তথ্য
টুইটারসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষিদ্ধ হওয়ার পর থেকে অনলাইনে ভুয়া তথ্যের ছড়াছড়ি কমেছে। স্যান ফ্রান্সিসকোভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিগনাল ল্যাবস-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত কয়েক দিনে নির্বাচনে জালিয়াতি সংক্রান্ত তথ্যের পরিমাণ ৭৩ শতাংশ কমেছে। উসকানিম‚লক বক্তব্য প্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট। বিক্ষুব্ধদের উদ্দেশে ট্রাম্প টুইটে লিখেছিলেন ‘আমি তোমাদের ভালোবাসি’। তাদের ‘দেশপ্রেমিক’ বলেও উল্লেখ করেছিলেন ট্রাম্প। ক্যাপিটল হিলের সহিংসতার পর প্রথমে টুইটার থেকে, এবং পরবর্তীতে ফেসবুক, ইনসটাগ্রাম ও ইউটিউব থেকেও নিষিদ্ধ হন ট্রাম্প। সিএনবিসি।


আত্মত্যা বেড়েছে
করোনার দ্বিতীয় দফা ঢেউয়ে জাপানে আত্মত্যার হার বেড়েছে। নারী ও শিশুদের মধ্যে এই হার অনেক বেশি। হংকং ইউনিভার্সিটি ও টোকিও মেট্রোপলিটন ইনিস্টিটিউট অব জারোন্তোলোজি যৌথ গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, গত বছরের জুলাই-অক্টোবরে আত্মত্যার হার ১৬ শতাংশ বেড়েছে। অথচ ২০১৮ সালের তুলনায় গত বছরের ফেব্রæয়ারি-জুনে আত্মত্যার হার হ্রাস পেয়েছিল ১৪ শতাংশ। করোনার প্রথম দফা ঢেউয়ে সরকারের ভর্তুকি, কর্মঘণ্টা হ্রাস ও স্কুল বন্ধের কারণে আত্মত্যার হার হ্রাস পেয়েছিল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ