বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আসন্ন ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচন অবাধ- সুষ্ঠ ও নিরপেক্ষতার দাবি করেছেন বিএনপির মেয়র প্রার্থী মোঃ তায়জুল ইসলাম। রোববার (১৭জানুয়ারী) পৌর বিএনপির কার্যালয়ে উপজেলা-পৌর ও কলেজ ছাত্রদল আয়োজিত নির্বাচনী আলোচনা সভায় প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের কাছে এই দাবি জানানো হয়। মেয়র র্প্রার্থী তায়জুল ইসলাম বলেন,আমরা মাঠ পর্যায়ে সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের যে সাড়া পাচ্ছি তাতে ভোট কেন্দ্রের পরিবেশ যদি ভালো থাকে, ভোটাররা যদি ভোট দেওয়ায় সুযোগ পায় তাহলে আমাদের জয় নিশ্চিত। পৌর ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আনোয়ার হোসেন আনু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক ভিপি ও ভাইস চেয়ারম্যান মোঃ শামীম হোসেন,উপজেলা বিএনপির সদস্য সাচব দাউদার মাহমুদ,উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু ও সদস্য সচিব আমিরুল ইসলাম প্রমুখ।
এর আগে গত ১২জানুয়ারী নাটোর জেলা প্রশাসক মোঃ শাহরিয়ার পিএএ ও জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা নির্বাচন সুষ্ট করার প্রতিশ্রুতি দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।