প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘বোডাক ইয়েলো’, ‘আই লাইক ইট’ এবং ‘ওয়াপ’ খ্যাত র্যাপ গায়িকা কার্ডি বিকে প্যারামাউন্ট স্টুডিওসের একটি চলচ্চিত্রে দেখা যাবে। এটাই অবশ্য তার প্রথম ফিল্ম নয়, তাকে এর আগে জেনিফার লোপেজ অভিনীত ‘হাসলার্স’ ফিল্মে একটি ছোট ভূমিকায় দেখা গেছে। প্যারামাউন্টের ‘অ্যাসিস্টেড লিভিং’ ফিল্মটিতে তিনি প্রথম বারের মত কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। নির্মাতাদের তরফ থেকে জানান হয়েছে কড়া এই কমেডিতে প্রাণের স্পর্শ থাকবে। আরও জানান হয়েছে ‘টুটসি’ (ডাস্টিন হফম্যান) এবং ‘মিসেস ডাউটফায়ার’ (রবিন উইলিয়ামস) ফিল্মগুলোর ধারায় নির্মিত হবে। কার্ডি বি ফিল্মটিতে অ্যাম্বার নামে এক ছিঁচকে অপরাধীর ভূমিকায় অভিনয় করবেন যে এক ব্যর্থ ডাকাতির প্রচেষ্টার পর সঙ্কটে পড়ে যায়। লুকাবার জায়গা খুঁজতে খুঁজতে সে তার দাদির বৃদ্ধনিবাসে উপস্থিত হয়, যে দাদির সঙ্গে তার অনেক দিন দেখা হচ্ছিল না। সেখান সে এক বৃদ্ধার ছদ্মবেশ নেয়। কে ওয়েগানের লেখা ‘দিস ইজ আস’ চিত্রনাট্য অবলম্বনে চিত্রনাট্য রচনা করা হয়েছে। ফিল্মটি প্রযোজনা করছেন টেম্পল হিল এবং স্টিফেন লাভ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।