বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার চান্দিনা পৌরসভায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে সকাল নয়টায় এই সংঘর্ষ হয়। এতে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন মো. ইলিয়াস জানান, ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন ও নাজমুল হাসানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। আমি সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।
তবে বিল্লাল হোসেনের ভাই ইব্রাহিম খলিল জানান, নাজমুলের সমর্থকরা তাদের তিন সমর্থককে কুপিয়ে আহত করেছে। এর মধ্যে মহসিন নামের এক জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। ওই কেন্দ্রে ভোট নির্বিঘ্নে চলছে বলে দাবি করেন ওসি সামছুদ্দিনের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।