পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। গতকাল দেশটির সুলাওসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার ভ‚মিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন বলে শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে। আহত হয়েছে আরও সাত শতাধিক।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটির মাজেনা শহর থেকে মাত্র ৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভ‚-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভ‚মিকম্পের কেন্দ্রস্থল। স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলি রহমান বলেছেন, সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে মামুজু শহরে নিহতের সংখ্যা ৩৪ জন। উদ্ধারকাজ এখনো চলছে। ফলে নিহতে সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, মামুজু শহরের এক বিধ্বস্ত হাসপাতালের ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া বহু রোগী এবং হাসপাতাল কর্মীদের উদ্ধারে অভিযান চলছে দমকল কর্মীরা। সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় রাত ১ টা নাগাদ ভ‚মিকম্প আঘাত হানার পর হাজারো মানুষ বাড়ি ছেড়ে নিরাপদ স্থানের খোঁজে পালায়। ভ‚মিকম্পে অন্তত ৬০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা মোটরসাইকেলে করে ঘর ছেড়ে বেরিয়ে উঁচু কোথাও যাওয়ার জন্য ছোটাছুটি করছে। ভিডিওতে আরও দেখা যায়, একটি ছোট্ট শিশু ধ্বংসস্ত‚পের নিচে আটকা পড়েছে এবং মানুষজন খালি হাতে তাকে উদ্ধারের চেষ্টা করছে। সুদিরমান স্যামুয়েল নাম এক সাংবাদিক জানান, ভ‚মিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে দুই হোটেল, সুলায়িসি দ্বীপের অফিস, শপিং মল। এছাড়া মামুজুর একটি রাস্তার চলাচল ব্যবস্থা বন্ধ হয়েছে একটি ব্রিজ ভেঙে পড়ার কারণে। সূত্র : গার্ডিয়ান, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।