Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগে বিএনপির ৬ নেতাকর্মী আটক

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ৬:২৫ পিএম

নওগাঁর পত্নীতলার নজিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগে বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-জেলা বিএনপির সদস্য খাজা নাজিবুল্লাহ চেীধুরী, পত্নীতলা থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শিহাড়া ইউপির সাবেক চেয়ারম্যান নওশাদ আলী, থানা বিএনপির সদস্য বাকাস, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাদের, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির সাধারণ সম্পাদক এজেড মিজান ও বিএনপির কর্মী খোকন হোসেন। এবিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিএনপির যে ০৬ নেতাকর্মীকে আটক করেছে তাদের গতকাল শুক্রবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে আগামী রোববার কোটে তাদের জামিন ধরা হবে।

এ ঘটনায় জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান, যুগ্ন-আহবায়ক নাসির উদ্দিন আহম্মেদ ও এ্যাড: রফিকুল আলমসহ বিএনপির নেতাকর্মীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

উল্লেখ্য আগামীকাল শনিবার এ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নওগাঁ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ