বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লালমনিরহাটের তিস্তা সেতু দেখতে এসে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার তিস্তা টোলপ্লাজার পাশে আফজালনগর এলাকায় রিপনের গুদাম ঘরে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর এলাকার ত্রিপদ রায়ের ছেলে নির্মল চন্দ্র রায় (২৮) ও সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালাল পাড়া এলাকার ট্রাক্টর চালক তৈয়ব আলীর ছেলে আতিকুল ইসলাম(২৫)।
পুলিশ জানিয়েছে, কুড়িগ্রাম থেকে ঐ কিশোরী তিস্তা সেতু এলাকায় বেড়াতে আসেন। এ সময় দুই যুবক কৌশলে তাকে গুদাম ঘরে নিয়ে গিয়ে ধর্ষন করে। পরে তিস্তা টোলপ্লাজা পুলিশ চেকপোস্টে দায়িত্বরত এসআই নুর আলমকে ঐ কিশোরী গণধর্ষণের শিকার হওয়ার কথা জানালে তাৎক্ষণিক ওই পুলিশ অফিসার দুই যুবককে আটক করে। পরে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোরী জানান, তাকে ডেকে নিয়ে গিয়ে গণর্ধষণ করে নির্মল ও তার বন্ধু আতিকুল।
লালমনিরহাটের সদর থানার ওসি শাহ আলম জানান, সদর থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় দুই যবুককে গ্রেফতার করা হয়েছে। তাদের জেল হাজতে পাঠানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।