Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৌরসভা নির্বাচনে সরকার কোনও প্রকার হস্তক্ষেপ করবে না: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ২:৪৭ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার কোনও প্রকার হস্তক্ষেপ করবে না। অতীতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে সরকার এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিবে। এটা সরকারের দায়িত্ব।

আজ শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, আগামীকাল ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ইভিএম পদ্ধতিতে ভোটার টার্ন আউট শতকরা ৬০ ভাগের বেশি, যা অত্যন্ত ইতিবাচক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ ইতোমধ্যে কেন্দ্রসহ অন্যান্য পর্যায়ে বিভিন্ন কমিটি, উপকমিটি গঠন করেছে, অনুমোদনও দিয়েছে। এসকল ঘোষিত কমিটির বিষয়ে কেউ কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কারও অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিলের সুযোগ থাকবে। আবার কারও কমিটির বিষয়ে যে কোনও অভিযোগ ধানমন্ডি ৩/এ তে নির্বাচনী ট্রাইবুনালে জমা দেওয়া যাবে।

সরকারকে নাকি জনগণ ক্ষমা করবে না, মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলেই বারবার শেখ হাসিনাকে সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছে। বিএনপির সকল কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে।



 

Show all comments
  • এন+ইসলাম ১৫ জানুয়ারি, ২০২১, ৪:৩৫ পিএম says : 0
    আর কত মিথ্যা কথা আমাদের শুনতে হবে ? ইতিমধ্যে হস্তক্ষেপ করে বসে আছে । ভোটের সময় এবং পরে হস্তক্ষেপ না করলে শেষ রক্ষা হবে ?
    Total Reply(0) Reply
  • Kamal ১৫ জানুয়ারি, ২০২১, ৬:১৭ পিএম says : 0
    স্যার,আপনাদের আমরা সম্মান করি ।আমরা বিশ্বাস করিনা আপনারা মিথ্যা বলেন।সত্য বলছেন বলে মনে সায়দেয় না।১২ বছরেও মন জিততে পারলেন না।চেষ্টাও করলেনটা।তবে কি জানেননা কিভাবে মনে জিততে হয়ে?শুধু ধমক দেয়াটা শিখলেন।বি এন পির প্রতিয়্ঠাতাকে দেখুন মাত্র ৬ বছরে এত অত্যাচার করেও কামাল কিয়া।মাপ করবেন স্যার।
    Total Reply(0) Reply
  • MA MOHAMMAD EUSUF SHSHEEN ১৬ জানুয়ারি, ২০২১, ২:২০ পিএম says : 0
    It is their culture of telling lies. It is not true at all.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ