Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুকুর থেকে গ্রাম পুলিশের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বোয়ালখালী উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের বোয়ালখালীর কালুরঘাটের একটি পুকুর থেকে আবুল কাশেম (৬০) নামে এক গ্রাম পুলিশের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার কালুরঘাট এলাকার পাথুরিয়া ব্রিজের পাশে একটি স’মিলের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। স্থানীয়, পরিবার ও থানা সূত্রে জানা যায়, গ্রাম পুলিশ আবুল কাশেম গত বুধবার সকাল ৮টার দিকে ঘর থেকে চা-নাস্তা করে সাইকেল নিয়ে বের হন। এরপর আর ঘরে ফেরেননি। তার মোবাইলে বারবার ফোন করেও তাকে পাওয়া না পাওয়ায় বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয়া হয়। গতকাল শুক্রবার সকালে উপজেলার কালুরঘাট এলাকার পাথুরিয়া ব্রিজের পাশে একটি স’মিলের পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা লাশ দেখে থানায় খবর দিলে বোয়ালখালী থানা পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে তার ব্যবহৃত সাইকেলটি এখনো পাওয়া যায়নি। আবুল কাশেমের পরনে রয়েছে গ্রাম পুলিশের ইউনিফর্ম ও লুঙ্গি, হাতে আংটি ও সোনালী রঙের একটি ঘড়ি। আবুল কাশেম বোয়ালখালী পৌরসভার অধীনে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। সে কধুরখীল পাঠানপাড়ার কাশেম সওদাগর বাড়ীর মৃত এজাহার মিয়ার ছেলে। স্ত্রী ও কাশেমের ৩ ছেলে এবং ৩ মেয়ে সন্তান রয়েছে বলে জানান স্থানীয়রা। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দীন চৌধুরী জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুকুর থেকে গ্রাম পুলিশের লাশ উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ