Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

রাজবাড়ী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

রাজবাড়ীর পাংশায় দুর্বৃত্তদের মারপিটে আহত কলেজছাত্র সিফাত দু’দিন পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সিফাত পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি এ বছর পাংশা কলেজের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এ ঘটনায় সেলিম ও হেলাল নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

পাংশা মডেল থানার ওসি মো. শাহাদাত হোসেন জানান, মঙ্গলবার রাতে ব্যাডমিন্টন খেলে সিফাত ও তার বন্ধু স্বপন বাড়ি ফিরছিলেন। এ সময় তারা উপজেলার কাচারীপাড়া বড় মসজিদ এলাকায় এলে ১০-১২ জনের একটি দুর্বৃত্তের দল তাদের ওপর হামলা করে। এতে সিফাত গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগীতায় তাকে ঢামেকে নিয়ে গেলে বুধবার রাতে সেখানে তিনি মারা যান। এ বিষয়ে দুজনকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কলেজছাত্রকে-হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ