Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কারাগারে পাঠানোর পরদিনই সেই ২২ জনের জামিন

বড়পুকুরিয়া কয়লা দুর্নীতি মামলা

দিনাজপুর অফিস : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতির মামলায় সাবেক ছয় ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ২২ জনের জামিন বাতিলের কয়েক ঘন্টা পর একই আদালত জামিন মঞ্জুর করা হয়। রাতে জামিনের কাগজ কারাগারে পৌঁছালেও কারাবিধি মোতাবেক লকআপ হওয়ায় গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে নয়’টায় তাদের মুক্তি দেয়া হয়।

১ লাখ ৪৩ হাজার ৭২৭.৯৯ মেট্রিক টন কয়লা (যার আনুমানিক মুল্য ২৪৩ কোটি ২৮ লাখ টাকা) আত্মসাতের অভিযোগে গত বুধবার ছিল চার্জ গঠনের ধার্য তারিখ। দুপুরে দিনাজপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মাহমুদুল করিম চার্জ গঠন করে তাদের জামিন না মঞ্জুর করে। জামিন না মঞ্জুর হওয়ায় বিকেল ৪টার দিকে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। বিকেলে একই আদালতে মামলাটি মহামান্য হাইকোর্টে শুনানীর জন্য রয়েছে জানিয়ে পুনরায় জামিন আবেদন করা হয়। আদালত উচ্চ আদালতে শুনানীর জন্য থাকায় তাদের জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজ দিনাজপুর জেল কারাগারে পৌঁছায় রাত নয়টার দিকে।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনায় ২০১৮ সালের ২৪ জুলাই বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির পক্ষে ম্যানেজার (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে দুদক ৭ এমডিসহ মোট ২৩ জনের বিরুদ্ধে চার্জসিট দাখিল করেন। এর মধ্যে একজন এমডি মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে ২২ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কয়লা-দুর্নীতি-মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ