Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুজিব শতবর্ষ উপলক্ষে সিংড়ায় জমি ও ঘর পেলো ৬০ পরিবার

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ৮:১৯ পিএম

মুজিব শতবর্ষ উপলক্ষে নাটোরের সিংড়ায় জমিসহ ৬০ ‍গৃহহীন পরিবারকে ঘর দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণীর ভূমিহীন যাদের জমিও নেই বাড়িও নেই এমন ৬০জন পরিবারকে জমি ও ঘর বরাদ্দ দেয়। বৃহস্পতিবার ইউএনও এম.এম সামিরুল ইসলাম জমির দলিল তুলে দেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. রকিবুল হাসান, সাব-রেজিষ্ট্রার মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল আমিন সরকার উপস্থিত ছিলেন। ইউএনও এম.এম সামিরুল ইসলাম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রতিটি ঘরহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার উপজেলার ৬০‍গৃহহীন পরিবারকে ঘর ও জমির দলিল দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ