Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

পারমাণু অস্ত্র জোরদারের ঘোষণা কিমের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ছাড়ার আগ মুহ‚র্তে, অনেকটা সুযোগ বুঝে পারমাণবিক অস্ত্র কর্মস‚চি জোরদারের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন নিজেই এ ঘোষণা দিয়েছেন, যা নিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মস‚চি নিয়ে ধোঁয়াশা ছিল বরাবরই। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন কখন কী করেন, তা নিয়ে পশ্চিমা দেশগুলোর নেতাদের কপালে ভাঁজ অনেক আগে থেকেই। তাই তো পরিস্থিতি নিজেদের অনুক‚লে আনতে ও রাজনৈতিকভাবে এগিয়ে থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে একাধিক আলোচনা করেন। সে সময় পিয়ংইয়ং প্রতিশ্রুতি দেয়, পারমাণবিক অস্ত্র কর্মস‚চি বন্ধ করে দেওয়ার। গুঁড়িয়ে দেয় বেশকিছু গবেষণা কেন্দ্রও। তবে এবার নতুন করে কার্যক্রম চালাতে চায় দেশটি। পারমাণবিক অস্ত্র কর্মস‚চি আরও জোরদার করার ঘোষণা এসেছে কিম জং-উনের কাছ থেকে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলনের সমাপনী অধিবেশনে তিনি এ কথা বলেন। কিম এমন সময় এই প্রতিশ্রুতি দিলেন, যখন কয়েক দিন পর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করবেন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেন, ‹আমাদের যেমন পারমাণবিক যুদ্ধ প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে হবে, তেমনি সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী তৈরির ক্ষেত্রেও যা যা করা দরকার, তা-ই করতে হবে।› সম্মেলনের শুরু থেকে পারমাণবিক অস্ত্র কর্মস‚চি নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন কিম। বলেছেন, উত্তর কোরিয়ার উন্নয়নে সবচেয়ে বড় বাধা যুক্তরাষ্ট্র। এ ছাড়া তাদের প্রধান শত্রæও মার্কিনরা। জানা গেছে, উত্তর কোরিয়া ইতোমধ্যে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা করেছে। অস্ত্রসংক্রান্ত নীতিমালায়ও ব্যাপক পরিবর্তন আনা হবে দেশটিতে। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ও কিমের বৈঠকের আলোচনা অনুযায়ী, পারমাণবিক নিরস্ত্রকরণের পদক্ষেপ নেয়নি উত্তর কোরিয়া। তা ছাড়া কিম চাচ্ছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টি আকর্ষণ করতে। এদিকে উত্তর কোরিয়ার সামরিক প্যারেডকে মহড়া আখ্যা দেওয়ায় সিউলের কড়া সমালোচনা করেছেন কিমের ছোট বোন। কেসিএনএ, টিবিএস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরমাণু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ