প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রাজা কাশেফের জন্ম ও বেড়ে ওঠা পশ্চিম লন্ডনে। হিন্দি এবং উর্দু গানের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে কাজ করছেন বাংলা সঙ্গীত নিয়ে। প্লেব্যাক করেছেন একাধিক হিন্দি সিনেমায়। গেয়েছেন উর্দু গানও। বাংলা সঙ্গীত নিয়ে কাজ করলেও গাওয়া হয়নি তার। ব্রিটিশ এশিয়ান এই মানুষটি একাধারে গীতিকার, সুরকার বাংলা সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক। প্রথমবারের মতো বাংলা গানে কন্ঠ দিলেন রাজা কাশেফ। গানের শিরোনাম ‘অনুভবে’। গানটিতে তার সাথে দ্বৈত কন্ঠ দিয়েছেন লন্ডন প্রবাসী আরেক আলোচিত কন্ঠশিল্পী রুবাইয়েত জাহান। কবির বকুলের কথায় রাজা কাশেফের সুর ও সঙ্গীতায়োজনে গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। চন্দন রায় চৌধুরী নির্মাণ করেছেন দৃষ্টি নন্দন ভিডিও। ১৪ জানুয়ারি প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করবে গানটির ভিডিও। প্রথমবার বাংলা গানে কন্ঠ দিয়ে উচ্ছ্বাসিত রাজা কাশেফ জানান, ‘সঙ্গীতই আমার বেঁচে থাকার স্পন্দন। বাংলা গানের প্রতি আমার অন্যরকম এক দূর্বলতা ও প্রেম কাজ করে সব সময়। সেই দূর্বলতা ও প্রেমের টানেই অবশেষে গাইলাম বাংলা গান। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।