প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পাঁচ মাস আগে ‘ভাবি জি ঘর পার হ্যায়’ সিরিজের আনিতা ভাবির ভূমিকায় অভিনয় করা ছেড়েছেন সৌম্য ট্যান্ডন। তার জায়গায় নিখুঁত একজন আনিতা ভাবির খোঁজে আছে প্রডাকশন সেই থেকে। সম্প্রতি ‘বিগ বস’ প্রতিযোগী নেহা পেন্দসে এই শূন্যস্থান পূরণ করে আসিফ শেখ রূপায়িত বিভূতি নারায়ণের স্ত্রী আনিতায় ভূমিকায় অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন। আসিফ এখন নেহার সঙ্গে জুটি বাঁধার অপেক্ষায় আছেন। আসিফ জানিয়েছেন তিনি সৌম্যর সঙ্গে পাঁচ বছর কাজ করেছেন তাকে তিনি অবশ্যই মিস করবেন। তবে নেহার ব্যাপারে তিনি শুভ সম্ভাবনা অনুভব করছেন। “আমি আরও ৫/৬জন মেয়ের অডিশন নিয়েছি, তবে তার অডিশনের সময়ই বুঝেছি আমরা তাকেই খুঁজছিলাম। তার আত্মবিশ্বাস আর কমেডির সেন্স আমাকে আশ্বস্ত করেছে। আমি তার ব্যাপারে সৌম্যর সঙ্গে কথা বলেছি, সে আমাকে জানিয়েছে তার সঙ্গে সে কাজ করেছে আর সে একজন অসাধারণ অভিনয়শিল্পী। অন্য সবাইই তার ব্যাপারে সমর্থন দিয়েছে।” সিরিজের দর্শকরা দম্পতি হিসেবে আসিফ আর সৌম্যকে দেখতে অভ্যস্ত তাকে নেহার সঙ্গে দর্শকরা মেনে নেবে কীনা জানতে চাইলে আসিফ বলেন, “টিভি আসলে অভ্যাসের মত। এর আগে যখন আঙ্গুরি ভাবি সিরিজ ছেড়ে যায় নতুন শিল্পীকে মেনে নিতে দর্শাকদের একটি সময় লেগেছিল। প্রথমে কিছুটা বাধা পেলেও আশা করি যাত্রা ভালই হবে। সৌম্য অবশ্যই ভাল কাজ করেছে। তার ভক্ত বিশাল। আশা করি নেহাও তার অভিনয় দিয়ে দর্শাকদের মন জয় করবে।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।